
সিলেটের মোগলাবাজার উপজেলার পশ্চিম দাউদপুর গ্রামের মরহুম মোঃ আকরম আলী’র ছেলে ছা্ত্রদল কর্মী ফয়েজ আহমদকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। গত মঙ্গলবার ২২/০৭/২০২৫ইং তাঁর বাড়িতে মোগলাবাজার থানা পুলিশের একটি দল হাজির হয়। পুলিশ জানায় ফয়েজের নামে সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি মামলার ওয়ারেন্ট আছে। আদালত থেকে আদেশ রয়েছে।
বিয়ষটি হয়রানি হিসেবে মনে করেন ফয়েজ আহমদ-এর পরিবার। এই বিষয়ে ফয়েজের মা বলেন গত ৫ আগস্ট ২০২৪ হাসিনা পালিয়ে গেল। তার আগে আমার ছেলে হাসিনার বাহিনী দ্বারা হামলা মামলার শিকার হয়ে ২০২২ সালের ২রা এপ্রিল দেশ ছাড়ে। এখানো সাজানো মিথ্যা মামলায় আমার ছেলেকে গ্রেফতার করতে পুলিশ আসে। ইউনুস সরকার আসলেই কোনো পরিবর্তন করতে পারে নাই। আগেও পুলিশ ও আওয়ামীলীগের দ্বারা হয়রানি করতো এখনো তারা হয়রানি করে ভিন্ন (জামায়াতে ইসলামি ও শিবির) নামে। আমরা এখন নিরুপায়।
এই বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান আমাদের কাছে আদালতের আদেশ রয়েছে।