
জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভি’র জনপ্রিয় উপস্থাপক ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র আবৃত্তি পরিচালক মরহুম রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মরণে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার ইছামতি শাহী ঈদগাহ মাঠে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী। সভাপতিত্ব করেন রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর পিতা মাওলানা আহমদ আল কবির চৌধুরী।
আহমদ আল মনজুর ও আহমদুল হকের সঞ্চালনায় গজল সন্ধ্যায় ক্বিরাত পরিবেশ করেন, ক্বারী মুজাম্মিল আহমদ ও ক্বারী মারুফ আহমদ। নাশীদ পরিবেশন করেন, জনপ্রিয় গীতিকার ও সুরকার কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, হাফিজ ফরহাদ আহমদ, আব্দুল ওয়াদুদ ময়নুল, মাহমুদ আব্দুল কাদির, শামসুল হাসনাত, কামরান হোসাইন, শাহ মিফতাউল ইসলাম, মুস্তফা আহমদ, মামুনুর রহমান, হাফিজ ফজল মাহমুদ, আহমদুল হক, রিয়াদুর রহমান চৌধুরী, সুজন উদ্দিন ও হবিবিয়া শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতী বেলাল আহমদ, ইছামতি কামিল মাদরাসার অধ্যক্ষ শিহাবুর রহমান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, কাজলসার ইউপি আল ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহীম কামালী, ইছামতি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিস উদ্দিন তাপাদার, সোবহানীয়স ফার্মেসীর সত্ত্বাধিকারী মাওলানা জুবায়ের আহমদ, যুব জমিয়ত নেতা মীম সালমান, ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ চৌধুরী, প্রবাসী আব্দুল জব্বার চৌধুরী, মানিকপুর ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক রুহুল আমীন, সাবেক জকিগঞ্জ উপজেলা তালামীয সভাপতি মাওলানা আবু সুফিয়ান,সাংবাদিক এনামুল হক মুন্না, কবি হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ টিভির এমডি আব্দুল মুকিত , ডিরেক্টর জামাল আহমদ, ডিজিটাল কালের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি আজাদুর রহমান, মানবসেবা ফাউন্ডেশনের সদস্য মাওলানা আখতারুজ্জামান প্রমুখ!