
মদিনা একাডেমি সিলেট এর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে (গতকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫) বিজয় দিবসের আলোচনা সভা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানে প্রিন্সিপাল মোহাম্মাদ উসমান গণি’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা এস এন জান্নাতি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন, আমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয় দিবসের তাৎপর্য এবং চেতনাকে সামনে রেখে, জীবনে সফল হওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সৎ থাকা।আমাদের সন্তানকে শুধু ভালো ছাত্র নয়, বরং মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত একজন সৎ, সাহসী এবং দেশের প্রতি দায়িত্বশীল আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।সন্তানদের আদর্শ মানুষ গড়ার প্রত্যয় হোক বিজয় দিবসের শিক্ষা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংবাদিক মো: হাবিবুর রহমান, প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মাদ মিজানুর রহমান, স্কুল সেকশনের হেড টিচার রিমা আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ এবাদুর রহমান, আহমদ কবির শামস, লাভলী রানী ঘোষ, শামীমা আক্তার চৌধুরী, মিলি বেগম, নুসরাত জাহান, সাদিকা আক্তার হানি, তানজিলা আক্তার ও সম্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিরা।