
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন দিনের সূর্যোদয় দেখবে বাংলাদেশের মানুষ। তাঁর স্লোগান সবার আগে বাংলাদেশ। তাঁর নেতৃত্বে নিরাপদ হবে বাংলাদেশ, উন্নয়নে-অগ্রযাত্রায় বিশ্ব মানচিত্রে এক অনন্য বাংলাদেশ দেখবে বিশ্ববাসী।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর পূর্বে তিনি সকাল থেকে ৩নং চারিকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডে কর্মী সভায় বক্তব্য রাখেন। এছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসা পরিদর্শন করেন।
পৃথক অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন,নদ-নদী, পাহাড় বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি জৈন্তার চারিকাটা ইউনিয়ন। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুন্দর পরিবেশ বজায় রেখে পর্যটক আসার সু-ব্যবস্থা করতে পারলে এই এলাকার চিত্র বদলে যাবে।
আরিফুল হক চৌধুরী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া কামনা করেন।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সিনিয়র আইনজীবি নুরুল হক, প্রবীন বিএনপি নেতা ইনছান আলী, আব্দুল মছব্বির, মফিজুল হক, সামছুল ইসলাম, ৩নং চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ৩নং চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তুফায়েল, ৩নং চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, চারিকাটা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মাহমুদ আলী, সিলেট জেলা ছাত্রদল’র যুগ্ম সম্পাদক আফজল হোসেন, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, আজমল হোসেন, সদস্য শরিফ উদ্দিন প্রমুখ।