
ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসাইন আহবাবের পিতা এবং ১নং উমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মরহুম মো. চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মরহুম মো. চেরাগ আলী ছিলেন একজন সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম মো. চেরাগ আলী সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি