
উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রসেসিং বিষয়ে এক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বিষয়ে সরাসরি প্রশ্নউত্তরে অংশগ্রহণ করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর স্কলারহোম মেজরটিলা কলেজের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ।
এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরীর আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিই অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আকতার হোসেন, আরপিই এর ডিরেক্টর ও সিইও পাবেল সরকার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খুররুম আজাদ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিভা নিবাসের ছাত্রী তাওহিদা।
উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, সাইপ্রাস, ইউরোপে পড়াশোনায় যাওয়ার বিষয়ে সেমিনারে ব্যাপক আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য, পরিকল্পনা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, স্কলারশিপ সুযোগ এবং ভিসা প্রসেস সম্পর্কে আগেভাগে ধারণা থাকলে কাঙ্ক্ষিত দেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজ হয়। বক্তারা আরও বলেন, প্রতারণা এড়িয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক গাইডলাইন অনুসরণ করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী দেশ ও বিষয় নির্বাচন করার পরামর্শ দেন তারা। এছাড়াও প্রসেসিং সর্ম্পকে যেকোন বিষয়ে জানতে ০১৭১৬-৪৬৬১৮২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের তথ্যবহুল আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের জানার বিষয়ে সেমিনারের আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি