1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় চুরি চেষ্টার ঘটনাস্থল পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৬ বার ভিউ

সিলেট নগরীর পনিটুলাস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় চুরি চেষ্টার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার রাতে পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী মন্দিরের ফটকের তালা ভেঙে ফেলে এবং সিসিটিভির ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমরা এ ঘটনায় গভীরভাবে উদ্বিঘ্ন। আমরা প্রশাসনের কাছে প্রতিটি মন্দিরের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশাসন পারে না এমন কোন কাজ নেই। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সেবায়েত শ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ, শ্রী বিনোদ বিহারী দাস বাবাজী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পূরকায়স্থ, সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, সিলেট জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, ঐক্য পরিষদ এয়ারপোর্ট থানার সভাপতি জি ডি রুমু, পূজা উদযাপন পরিষদ কোতোয়ালী থানার সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, ঐক্য পরিষদ জালালাবাদ থানার সাধারণ সম্পাদক অপরেশ অপু, পূজা পরিষদ সিলেট জেলার যুগ্ম সম্পাদক মানিক লাল দেব, নিখিল দেব প্রমুখ। বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com