1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

পাড়া-মহল্লার সাধারণ মানুষই বিএনপির গণভিত্তি : ইমদাদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩২ বার ভিউ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, পাড়া-মহল্লার সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি। বিগত স্বৈরাচারী সরকারের আমলেও এই গণভিত্তি সুদৃঢ় থাকায় দলের নেতাকর্মীরা নিজ অবস্থান থেকে সরেননি। অনেকেই বিএনপির রাজনীতি করতে গিয়ে কারাভোগ করেছেন, গুম-হত্যা, হামলা-মামলার শিকার হয়েছেন, তবুও দলের পরিচয় বহন করে অবিচল থেকেছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর বিএনপি সাধারণ মানুষের দোরগোড়ায় দলের বার্তা পৌঁছে দিতে কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে পাড়া-মহল্লায় বেকারত্ব দূরীকরণ, বয়স্কভাতা বৃদ্ধি, মাতৃত্বভাতা চালু ও সম্প্রসারণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান সমুন্নত করা হবে।
তিনি আরও বলেন, প্রত্যেকের দায়িত্ব হলো নিজ নিজ এলাকায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, মানুষের কাছে বিএনপির কর্মসূচি পৌঁছে দেওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তিনি মঙ্গলবার (১২ আগস্ট) ১নং ওয়ার্ডে ২টি এলাকার বিএনপি নেতাকমর্াীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দরগা মহল্লা আঞ্চলিক কমিটির সভাপতি সৈয়দ সাব্বির আহমদ দুরুদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না।
স্বাগত বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি এজহারুল হক চৌধুরী মন্টু, সহ সভাপতি আমিনুল হক, ১নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক তানিয়া আহমেদ, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আহমদ শাহরিয়ার, দরগা আঞ্চলিক কমিটির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাসান মো. বাবলু, সদস্য মোস্তাফিজুর রহমান, রাজিব আহমদ, আনামুল রাজী, ঝরণারপাড় আঞ্চলিক কমিটির সভাপতি এদন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী শাহ, সদস্য আব্দুস শহিদ, ১নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল মনসু চৌধুরী, দুলাল আহমদ, ফয়েজ আহমদ, ফয়সল আহমদ, যুবদল নেতা সুমন আহমদ, জাহিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com