1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

ক্যাডেটরা শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও দায়িত্ববান নাগরিক হিসেবে দেশের কল্যাণে কাজ করেন – প্রফেসর তাহমিনা আক্তার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার ভিউ

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার বলেছেন, বিএনসিসি শুধু একটি সংগঠন নয় এটি একটি অনুশাসন, নেতৃত্ব ও দেশপ্রেমের বিদ্যালয়। এখানে তোমরা শিখবে শৃঙ্খলা, সময়নিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি দেশের প্রতি ভালোবাসা। একজন ক্যাডেট শুধু নিজের উন্নতির জন্য নয়, সমাজ ও দেশের উন্নয়নের জন্যও কাজ করেন।
তিনি বলেন, আজকের এই দিনটি বিএনসিসি’র সদস্যবৃন্দের জীবনের এক বিশেষ অধ্যায়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি পরিবারের সদস্য হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও বিএনসিসি’র একজন ক্যাডেট ছিলাম। তোমাদের প্রত্যেকের মাঝে রয়েছে অসীম সম্ভাবনা।
সোমবার (১৩ অক্টোবর) সকালে সিলেট সরকারি মদন মোহন কলেজে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের নব-গঠিত কমিটির সংবর্ধনা ও নতুন ক্যাডেটদের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সরকারি মদন সোহন কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার লে. মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লার পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথি নতুন ক্যাডেটদের শপথ বাক্য পাঠ করান। এর আগে সকাল ৯টায় সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তারকে গার্ড অব অর্নার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম মিতুন, বিওয়াইসিএফ সিলেট জেলার সভাপতি রাসেল মাহবুব, সাধারণ সম্পাদক জাবির আহাম্মদ নোমান।
উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খাঁন, সরকারি মদন মোহন কলেজ শাখার ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিওয়াইসিএফ নতুন কমিটির পক্ষ থেকে নতুন ক্যাডেটদের উপহার সামগ্রী ও সরকারি মদন মোহন কলেজ প্লাটুনের পক্ষ থেকে নতুন কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার আরো বলেন, একজন ক্যাডেট শুধু ইউনিফর্ম পরা মানুষ নয়, সে হলো শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও দায়িত্ববান নাগরিক। তোমরা আগামী দিনের নেতৃত্ব বহন করবে, দেশের সংকটে সাহায্যের হাত বাড়াবে, প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়াবে। তাই এখন থেকেই নিজেকে একজন আদর্শ ও সেবামুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই তোমাদের প্রধান লক্ষ্য। তিনি বিএনসিসির মূলমন্ত্র “জ্ঞান, শৃঙ্খলা, দেশপ্রেম” হৃদয়ে ধারণ করো এগিয়ে যাওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com