1. dhakarahman1994@gmail.com : Ibcnews24 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আই বি সি নিউজে আপনাকে স্বাগতম...

ওসমানীনগরে দিনব্যাপী সফরে জেলা প্রশাসক সারওয়ার আলম: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ উন্নয়নে দৃশ্যমান বার্তা

ওসমানীনগর প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার ভিউ

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনভর ওসমানীনগর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন।

দিনের শুরুতে তিনি গোয়ালাবাজার আদর্শ মহিলা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
শিক্ষা মানুষকে আলোকিত করে, আর আলোকিত মানুষই দেশ গড়তে পারে। মন দিয়ে পড়াশোনা করলে তোমরাই হবে আগামীর নেতৃত্ব।

পরে তিনি একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ওসমানীনগর থানা, তাজপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এছাড়াও, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন,
কৃষকই দেশের মেরুদণ্ড। তাদের পাশে থাকলে দেশ আরও স্বনির্ভর হবে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বৃক্ষরোপণের সময় তিনি বলেন,
আজকের একটি চারা আগামীর বাতাসের নিশ্চয়তা। পরিবেশ রক্ষা করতে সবাইকে গাছ লাগাতে হবে।

সবশেষে তিনি এসওএস শিশু পল্লী পরিদর্শনে যান এবং প্রতিষ্ঠানটির পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জয়নাল আবেদীন,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
All rights reserved © 2023 CityNews
Desing & Developed BY ThemeNeed.Com